বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দিল্লি­ থেকে ঢাকায় আসছেন ইউরোপিয়ান ইউনিয়নের ২০ জন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক | আপডেট: সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

দিল্লি­ থেকে ঢাকায় আসছেন ইউরোপিয়ান ইউনিয়নের ২০ জন রাষ্ট্রদূত
ভারতের দিলি­তে থাকা ইউরোপিয়ান ইউনিয়নের ২০ দেশের ২০ জন রাষ্ট্রদূত আগামী কয়েকদিনের মধ্যেই প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে ঢাকায় আসছেন। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এ কথা বলেন তিনি।
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে ড. ইউনূস বলেন, যেসব রাষ্ট্রদূত দিল্লি­তে অফিস করেন তারা দিল্লি­ থেকে এসে দেখা করে গেছেন। ইউরোপিয়ান ইউনিয়নের ২০ দেশের ২০ জন রাষ্ট্রদূত দিল্লি­তে থাকেন। সাত দেশের সাত রাষ্ট্রদূত ঢাকায় আছেন। দিল্লি থেকে একসঙ্গে ২০ জন রাষ্ট্রদূতসহ মোট ২৭ রাষ্ট্রের রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন।
তিনি বলেন, আগে কখনো ইউরোপিয়ান ইউনিয়নের ২৭ জন রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেনি। দিল্লি­ থেকে এ বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে  বৈঠক করার জন্য আসেনি।
প্রধান উপদেষ্টা বলেন, এবার এ কাজটি করার পেছনে আছে ইইউ'র সমর্থন প্রকাশ করা এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তোলা। ইতোমধ্যে আমার সঙ্গে দেখা করেছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, তুরস্ক, রাশিয়া, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, লিবিয়াসহ অনেক দেশের রাষ্ট্রদূত। দ্বিপাক্ষিক নানা সহযোগিতাসহ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস তারা দিয়েছেন।
বিশ্ব নেতৃৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের এই সংকটময় সময়ে তারা প্রায় সবাই সহযেগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি যখন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেই, সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, ইতালি, হল্যান্ড, জাতিসংঘ মহাসচিবসহ বিশ্বের অনেক দেশের সরকার প্রধানের সঙ্গে আমার বৈঠক করার সুযোগ হয়। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন। নেপাল, মালদ্বীপ, পাকিস্তান-সহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গেও আমার বৈঠক হয়েছে যেখানে আমি সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বলেছি।
'দেশে ফিরে আসার পর এসব দেশের রাষ্ট্রদূতগণ যারা ঢাকায় স্বপ্রবৃত্ত হয়ে আমার সঙ্গে দেখা করে তাদের সরকার প্রধানদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে গেছেন। তারা সম্পূর্ণ নতুন ভাবে আমাদের জন্য সহায়তার নতুন ছক তৈরির কাজ শুরু করেছেন।'
0 Comments